অস্ট্রেলিয়া
ইমাজিন কাপে ওয়ার্ল্ড ফাইনালে
বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে টিম ইঞ্জিনের
অন্নপূর্ণা প্রকল্প।
মাইক্রোসফট
আয়োজিত বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিযোগিতার
বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন টিম
ইঞ্জিনের অন্নপূর্ণা প্রকল্প। দেশের
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিন শতাদিক
দল দ্বিতীয় পর্বে বিভিন্ন প্রকল্প
প্রস্তাব নিয়ে অংশগ্রহন করে।দ্বিতীয়
পর্বে সফলভাবে প্রকল্প প্রস্তাব অনুযায়ী সমস্যা সমাধান করতে
সক্ষম হয় ৯টি দল।এ
দলগুলো থেকে দর্শনার্থী মতামত
ও বিভিন্ন মানবন্টন অনুযায়ি টিম ইঞ্জিন চ্যাম্পিয়ন
হয়। তাই
এখনি সময় দেশকে বিশ্বের
সামনে পরিচয় করিয়ে দেবার।
আপনি
চাইলে প্রতি ৩০ মিনিট
পর পর ভোট দিতে
পারবেন।
আর
আপনি অন্নপূর্ণা সফটওয়ার সম্পর্কে জানতে চাইলে Visit করুন-
ভাই
শুধু লাইক দিয়া
লাভ নাই।
লাইক
মারলে দেশের কিছু হবে
না। "আমাদের দেশের
মানুষ খাইতে ভাত পায়
না, আর আপনারা লাইক
মারেন? এই জন্যই ইন্ডিয়ানরা
কয়, বাংলাদেশিরা নাকি দেশরে কেউ
ভালবাসেনা।ভাই
এইসব কথা শুনলে খুব
খারাপ লাগে। মাঝে
মাঝে মনে হয় আমার
দেশ কোনো দিন Change হইব
না। কারন
আমরা নিজেরা নিজেদের ভালো
দেখতে চাই না।
কিন্তু আমাদের মধ্যে কেউ
না কেউ তো চায়
এবং চেষ্টাও করে। তাদেরকে
কেনো আমরা Support করি না।
অনেকে ভাবে যে Support দিলে
তাদের লাভ কি।
তাদের কাছে আমার উত্তর
হবে, কোনো কিছু পরিবর্তন
করতে হলে লাভ ক্ষতি
নিয়ে চিন্তা করাটাই বোকার
স্বর্গে বাস করার সামিল। আর
এতোই যদি লাভ ক্ষতি
নিয়া Tension করেন তাইলে আপনার
জন্মই বৃথা। যে
দেশ আপনাকে জন্ম দিল,আলো দিল, বাতাস
দিল, সেই দেশের জন্য
কিছুই কি করার নেই
আপনার? এমন একজনও কি
নেই যে দেশকে ভালবাসবে,
দেশের জন্য কিছু করতে
চাইবে। আর
একটা কথা না বললেই
নয়, মানুষের দুঃখ যদি বোঝেন
ভোট দিবেন। এইটা
কোনো নির্বাচনি ইসতেহার নয়, এটা ক্ষুদায়
নিপিড়িত মানুষের ভবিষ্যত। আর
এই ভবিষ্যত দেখার দায়িত্য আমাদের
সবার।"
অন্নপূর্ণা
এখন ওয়ার্ল্ড ফাইনালে চতুর্থ অবস্থানে আছে। প্রথম
অবস্থানে আছে ভারত আর
একটি প্রকল্প। তাই
এখনি সময় দেশকে বিশ্বের
সামনে পরিচয় করিয়ে দেবার।
আগামী
৯ জুলাই পর্যন্ত ভোট
দিতে পারবেন।
tnx dosto information ta dhawor jonno.....
ReplyDelete:-)
ReplyDelete